শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় লাফ দিয়েছে ওমান। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- থেকে প্রকাশিত সূচকে গতবারের অবস্থান থেকে ৮ ধাপ এগিয়ে ওমানের অবস্থান এখন ৬০তম।
একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা ঠিক কতগুলো দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন— সেটির আমলে নিয়ে এই সূচক তৈরি করা হয়। সর্বশেষ সূচকে দেখা যাচ্ছে, ওমানের পাসপোর্টধারীরা ৮৫টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন। আগের ৮১ টি দেশের সাথে এ’বছর নতুন করে ৪ টি দেশের নাম এই তালিকায় যুক্ত হয়েছে।
গত মঙ্গলবার প্রকাশিত নতুন এই সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটি জাপানকে হটিয়ে এবারের শীর্ষস্থানের দখল নিয়েছে। এদিকে ওমানের প্রতিবেশী মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত এই সূচকে ৩ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছে। আমিরাতের পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই যেতে পারবেন ১৭৯টি দেশে।
আগে শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে ওঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।
এদিকে শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশেরও। আগের অবস্থান থেকে ৫ ধাপ এগিয়ে তালিকায় এখনকার অবস্থান ৯৬ তম। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। অর্থ্যাৎ এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের বেশ বড় উন্নতিই হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post