সৌদি আরবের আল-জউফ অঞ্চলের সাকাকার এলাকার একটি খামারের গোপন ঘর থেকে ১৮ লাখ ৮২ হাজার ১৯৮ পিস অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করেছে সৌদির মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা।
ইয়াবা ট্যাবলেটের তুলনায় ৫০ গুণ বেশি শক্তিশালী অ্যামফিটামিন অন্যান্য মাদকের তুলনায় মানবদেহের জন্য অনেক বেশি ক্ষতিকর। মাত্র ১০ থেকে ১২ বার সেবনেই একজন মানুষের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ে। এতে যে কোনও ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড এমনকি আত্মহত্যাও করতে পারে। যার প্রভাবে মানুষের সুস্থ চিন্তাভাবনা লোপ পায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিরেক্টরেটের (জিডিএনসি) মুখপাত্র মেজর মারওয়ান আল-হাজমি বলেন, ‘সৌদি আরব এবং রাজ্যের যুবকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি।’
মেজর আল-হাজমি বলেন, ‘পাবলিক প্রসিকিউশনে পাঠানোর আগে সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল।’
নাগরিক এবং বাসিন্দাদের মাদক চোরাচালান সম্পর্কিত কার্যকলাপ সম্পর্কে তথ্য অবিলম্বে মক্কা, রিয়াদ এবং আল-শারকিয়া অঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের বাকি অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post