ব্যবসায়ী জাকির হোসেন একদিন সকালে ফেসবুকের মেসেঞ্জারে একটি বার্তা পান। সেখানে লেখা ছিল, বিমানবন্দরে আপনার ফেসবুকের বিদেশি বন্ধু ২০ লাখ টাকার উপহার পাঠিয়েছে। কিন্তু কাস্টমস ডিউটি ও বিদেশি মুদ্রার জন্য এন্টি মানিলন্ডারিং সার্টিফিকেট প্রয়োজন। এ জন্য আপনাকে ২ লাখ টাকা জমা দিতে হবে।
মেসেজ দেখে তিনি নিজেই ঐ ব্যক্তির ইনবক্সে নক করেন। এরপর মেসেজ চালাচালির এক পর্যায়ে ১ লাখ টাকায় দফারফা হয়। এই টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। যথারীতি জাকির হোসেন ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ টাকা জমা দেন। এর পরপরই ফেসবুকের মেসেঞ্জারের আইডিটি ডিঅ্যাকটিভ হয়ে যায়। তখন জাকির হোসেন বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জারে ইনবক্স করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ধরনের অভিযোগে রামপুরা থানায় দায়ের করা মামলা তদন্ত করে এমন তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০২০ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির উপপুলিশ পরিদর্শক (ফিন্যান্সিয়াল ক্রাইম) রাশেদুর রহমান বাদী হয়ে দেশি-বিদেশি একটি চক্রের সদস্যদের আসামি করে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতার হওয়া দুই নাইজেরিয়ানসহ ১৩ জনকে আসামি করে ২০১২ সালের মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় সম্প্রতি আদালতে চার্জশিট দেন সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, কায়েস হোসেন, শরিফুল ইসলাম, আরমান হোসেন, বিপ্লব লস্কর, এস এম রবিউল ইসলাম ওরফে মান্না, লতা আক্তার, আয়শা আক্তার, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, আল আমিন ও মিজান লস্কর এবং দুই নাইজেরিয়ান নাগরিক জন জোসেফ ওরফে আসুজু ইম্মা দিলচুয়ু ও ইমেকা ইউরিক। এদের মধ্যে কায়েস হোসেন কারাগারে আটক রয়েছেন। এ মামলায় পলাতক রয়েছেন, শরিফুল ইসলাম, আরমান হোসেন ও মিজান লস্কর। বাকিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
এ ব্যাপারে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন মানুষের ফেসবুকের মেসেঞ্জারে ইনবক্স করত। ঐ ব্যক্তির নামে বিমানবন্দরে বিদেশ থেকে উপহার আসার লোভনীয় অফার দেয়। এই অফারের লোভের বশবর্তী হয়ে ঐ ব্যক্তি প্রতারণা শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন মানুষের কাছে ইনবক্স করে। অনেক সময় লটারিতে লাখ লাখ ডলার পাওয়ার তথ্য জানিয়ে ইনবক্স করে। কেউ যদি ঐ অফারে প্রলুব্ধ হলেই তিনি প্রতারণার শিকার হবেন। এই ঘটনাটি আমরা তদন্ত করে চার্জশিট দিয়েছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post