শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে কানাডা প্রবাসীর অর্থায়নে একটি ৮৫০ ফুটের আরসিসি সড়ক নির্মান করা হয়েছে। সড়কটি আলহাজ্ব ফিরোজ আহম্মেদ খানের নামে নামকরণ করা হয়েছে।কানাডা প্রবাসী আতাউর রহমান খানের এমন মহতী উদ্যেগে আনন্দে ভাসছে বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি গ্রামের স্থানীয় বাসিন্দারা।
প্রবাসী আতাউর রহমান খান সুবেদার কান্দি গ্রামের ফিরোজ আহম্মেদ খানের ছেলে। তিনি প্রায় ত্রিশ বছর যাবত প্রবাসে রয়েছেন। স্থানীয়রা জানান যুগের পর যুগ ধরে কর্দমাক্ত এই রাস্তায় হেঁটে সমিতির হাট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দিকে যাতায়েত করতে দুর্ভোগ পোহাতে হতো তাদের। এখন প্রবাসী আতাউর রহমান খানের উদ্যোগে এই রাস্তাটি পাকা হওয়ায় ভালো ভাবে চলাচল করতে পারবেন তারা।
সুবেদার কান্দি গ্রামের এই রাস্তাটির অবস্থা ছিলো খুবই খারাপ। বর্তমানে প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে ৮৫০ ফুট আরসিসি রাস্তা তৈরি করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে আলহাজ্ব ফিরোজ আহম্মেদ খান সড়কের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আতাউর রহমান খান, তার বাবা ফিরোজ আহম্মেদ খানসহ স্থানীয় গ্রামবাসীরা। এছাড়াও প্রবাসী আতাউর রহমান খান বিভিন্ন সময় স্থানীয় অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post