লন্ডন বাদে আন্তর্জাতিক রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। এর আগে ৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছিল সংস্থাটি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এছাড়া বিমান জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটেও বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বিমান জানায়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন আগামী ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অনিবার্য কারণবশত এই ফ্লাইটগুলো পরিচালনা স্থগিত করা হয়েছে। তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং করা দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে বলে জানিয়েছে বিমান।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
উল্লেখ্য: এর আগে বিমান থেকে ঘোষণা দেওয়া হয়েছিলো যে, সোমবার (৬ জুলাই) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের নিয়ে যা বললেন ভিপি নুর
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post