পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাঁথিয়া উপজেলার পার করমজা এলাকায় রোখসানা খাতুন (২৬) নামে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী সুমনকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে। আটক সুমন সাঁথিয়া উপজেলাধীন পার করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত রোকসানা শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামের রওশনের মেয়ে।
গত ৮ বছর আগে রোকসানা খাতুনের সঙ্গে অভিযুক্ত সুমনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের এক ছেলে আছে। বিয়ের পর থেকে সুমন তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই রোকসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টার দিকে ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী সুমন রোকসানাকে মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুমন জানায়, “ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরপর রেগে গিয়ে রোকসানাকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারিনি, পরে দেখি মারা গেছে”।
সুমনের শ্বশুর রওশন আলম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে সুমন নানাভাবে নির্যাতন করতো। টাকা-পয়সা চাইতো। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতে রোকসানার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী সুমনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post