দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছেন ইতালি প্রবাসীরা। শীঘ্রই দেশটিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট। এতে সুফল পাবেন প্রবাসীরা। সাধারণত ইউরোপে প্রবেশ করার পর ইতালিতে সহজে বৈধতা পাওয়ার লক্ষ্যে অনেকেই বিভিন্ন মাধ্যমে ইতালিতে এসে ভিড় করেন। তাদের ই-পাসপোর্ট নবায়ন, হারিয়ে ফেলা অথবা নষ্ট হওয়ার ফলে নতুন পাসপোর্ট না করতে পেরে ভোগান্তিতে পড়েছেন ইতালি প্রবাসী প্রায় ১৫ হাজার বাংলাদেশি।
প্রবাসীদের এ সমস্যা সমাধানে গত ৩ জুলাই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতালির রোম বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়, ইতালি, সার্বিয়া ও মন্টিনেগ্রো প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইতালির রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর ২০২৩ থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দেয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ‘সবার জন্য ই-পাসপোর্ট’ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতালিতে এই বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছে। এরই ফলশ্রুতিতে আগামী সেপ্টেম্বর ২০২৩ এ ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে। দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানাগেছে, ইউরোপের মধ্যে ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন ইতালিতে। দেশটিতে বর্তমানে দুই লাখ বিশ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। ইউরোপের অনেক দেশে ই-পাসপোর্ট সেবা চালু থাকলেও ইতালিতে নেই এই সেবা। দূতাবাসের এমন সিদ্ধান্তে খুশির আমেজ বইছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post