অবৈধ প্রবাসী শ্রমিকদের শনাক্ত করতে যৌথ অভিযান চালিয়েছে মালদ্বীপ । অভিযানে ৬৫ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। তাদের সবাইকে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে।
ইমিগ্রেশণের বরাত দিয়ে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম বলছে, এই অভিযানে মোট ৬৬ জন অবৈধ প্রবাসী শ্রমিককে চিহ্নিত করে হেফাজতে নেয়া হয়েছে। যার মধ্যে ৬৫ জনই বাংলাদেশি আর অন্যজন ভারতীয় নাগরিক।
সূত্রমতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত মাসে দেশটির রাজধানী মালের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে।
উল্লেখ্য, দেশটির সরকার অবৈধ প্রবাসী শ্রমিক সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করছে। যার আওতায় ইতোমধ্যে ১৩ হাজার অভিবাসী শ্রমিকদের তালিকা করা হয়েছে এবং ২৪ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্মসূচিটি মালদ্বীপের অর্থ, অভিবাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে পরিচালনা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post