চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় চাঞ্চল্যকর প্রবাসী মাসুদুর রহমান মির্জা হত্যা মামলায় গ্রেফতার তিন আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহারিয়ার ইকবালের আদালতে শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুারা অব ইনভেস্টিগেশন’র (পিবিআই) পরিদর্শক মনির হোসেন জানান, মামলার আসামি আকতার হোসেন হীরা, শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৫ মার্চ রাতে বালুটিলা বাজার মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হওয়ার পর প্রকাশ্যে ছুরিকাঘাত করে ওমান ফেরত প্রবাসী মাসুদ মির্জাকে খুন করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ভুজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু। ঘটনার দিনই শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করে উত্তেজিত জনতা। ওই দিন আকতারের বাড়িতে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয়। পরে আকতারকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বাদী মাহফুজুর রহমান বাবুর অভিযোগ, আসামিদের মধ্যে আকতার হোসেন হীরা দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। বাকীরা স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তার ভাই (মাসুদুর) স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলীকে সমর্থন করায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা আকতারের নির্দেশে তাকে খুন করা হয়েছে। তিনি মামলার অপর তিন আসামি জাহাঙ্গীর হোসেন, ডা. আনোয়ার হোসেন ও মো রফিককে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post