তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্যের একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করার অভিযোগে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি কানাডাপ্রবাসী নাজমুস সাকিব নামে এক সাংবাদিক ও ইউটিউবার। মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, যারা ওই ভিডিওতে লাইক দিয়েছেন, মন্তব্য করেছেন ও ভিডিওটি শেয়ার করেছেন এবং ভবিষ্যতেও একই কাজ করবেন, তাদের সবাইকেও আসামি করা হবে। সোমবার তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম মামলাটি করেন।
মামলার এজাহারে হাছান মাহমুদকে প্রিয় নেতা অভিহিত করে বাদী উল্লেখ করেছেন, মন্ত্রীকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে, হেয় করার জন্য এবং তাকে মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়। ওই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির অ্যাডমিন নাজমুস সাকিবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে দেখছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post