ওমানে মহামারী করোনা নিয়ন্ত্রণে একের পর এক নতুন আইন জারী করছে দেশটির সুপ্রিম কমিটি। সেইসাথে এই মহামারীর প্রাদুর্ভাব কমাতে নানা নির্দেশনা জারী করছে দেশটির সরকার। সেইসাথে আইন অমান্যকারীদের জন্য মোটা অংকের জরিমানা সহ রয়েছে শাস্তির বিধানও।
রবিবার ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদে দেখা যায় যে, ওমানের একটি শ্রমিক পরিবহনে আসন খালি না রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলায় তিনশ ওমানি রিয়াল জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটির সিদ্ধান্তকে লঙ্ঘন করায় বেসরকারি প্রতিষ্ঠানের সেই পরিবহনকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
জনশক্তি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী,”নির্ধারিত জরিমানা ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত মহামারী তদন্ত দলের সুপারিশের ভিত্তিতে দেশটির যেকোনো বেসরকারি স্থাপনা বন্ধ করার অধিকার রয়েছে।” এই সিদ্ধান্তে লঙ্ঘনকারীদের জন্য অতিরিক্ত জরিমানাও নির্ধারিত করা হয়েছে। যেমন শ্রমিকদের অতিরিক্ত জনসমাগমের ক্ষেত্রে একশত রিয়াল জরিমানা ও শ্রমিকদের থাকার জায়গায় গাদাগাদি করে থাকার অভিযোগে পাঁচশত রিয়াল জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এছাড়াও কোনও কর্মক্ষেত্রে শ্রমিকদের শৌচাগারসহ নানা প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার দায়ে ৩০০ রিয়াল জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post