পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ উন্নত দেশ ইতালি। সহজেই বৈধতা পাওয়া যাওয়ায় বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য স্থল হয়ে উঠেছে দেশটি।
ইতালি প্রবেশের পর বিভিন্ন উপায়ে থাকার সুযোগ পেলেও অনেক প্রয়োজনে দরকার হয় পাসপোর্ট। দেশটিতে বাংলাদেশি ই-পাসপোর্ট চালু না থাকার কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। যাদের ই-পাসপোর্ট হারিয়েছে, তারা কোনভাবেই বাংলাদেশ দূতাবাস থেকে নতুন করে এই সেবা নিতে পারছেন না।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালিতে বাস করছেন সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী। ইউরোপের অনেক দেশে বাংলাদেশ দূতাবাস থেকে ই-পাসপোর্ট করা গেলেও ইতালিতে এখনো এই সেবা মিলছে না। তাই দ্রুত তা চালু করতে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post