দেশের জ্বালানি চাহিদা মেটাতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে জি-টু-জি ভিত্তিতে এলএনজি আমদানির জন্য ১০ বছর মেয়াদে চুক্তি করছে সরকার। এই চুক্তির অধীনে ২০২৬ সাল থেকে ২০৩৬ সাল পর্যন্ত দেশটি থেকে ২০৪ কার্গো এলএনজি আমদানি করা হবে।
এর মধ্যে ২০২৬ সালে ৪ কার্গো, ২০২৭ সালে ১৬ কার্গো, ২০২৮ সালে ১৬ কার্গো এবং ২০২৯ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ২৪ কার্গো করে মোট ১৬৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। দেশের চলমান এ গ্যাস সংকট মোকাবেলায় তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে এই চুক্তি করে সরকার। চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, ক্যাপটিভ বিদ্যুৎ ও শিল্প খাতে স্বাভাবিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। গ্যাসের ঘাটতির ফলে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে এবং গ্যাসের ঊর্ধ্বমূল্য বিবেচনায় প্রয়োজনে বর্ধিত মূল্যে হলেও গ্যাস সরবরাহের জন্য অনুরোধ করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে, স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানির বর্ধিত ব্যয় নির্দিষ্ট শ্রেণীর ব্যবহারকারীদের কাছ থেকে আদায়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৮ জানুয়ারি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের মূল্য ১৪ টাকা ঘনমিটার, ক্যাপটিভ বিদ্যুৎ ও শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩০ টাকা ঘনমিটার এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩০.৫০ টাকা ঘনমিটার নির্ধারণ করা হয়। যা গত ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। সে লক্ষ্যে দেশের চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরো এলএনজি আমদানি করা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে জালানি বিভাগ ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post