মাত্র এক সপ্তাহ পর ব্রুনাইয়ের প্রবাস জীবনে পাড়ি দেওয়ার কথা ছিল বরিশালের গৌরনদী উপজেলার হেমায়েত হাওলাদারের। তার আগেই বিদ্যুতের তারে জড়িয়ে পরপারে চলে যাওয়ায় আর বিদেশ যাওয়া হলো না তার। মৃত হেমায়েত উপজেলার শরিফাবাদ গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
শুক্রবার নিহতের স্বজনরা জানান, মাছের ঘেরে পানি ওঠানোর জন্য বৃহস্পতিবার রাতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ লাইন নিয়ে সেচপাম্প চালু করেন ঘের মালিকরা। ঐ লাইনের পাশ দিয়ে যাতায়াতের সময় তারে জড়িয়ে মারা যান হেমায়েত।
গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরনদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরি বলেন, লাইনটি অবৈধ ছিল কি-না জানা নেই। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post