অবৈধভাবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে প্রবাসীরা। আর তাই তিনদিনে ছয় শতাধিক প্রবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠালো দেশটি। যাদের মধ্যে অধিকাংশই এশিয়ান ও আফ্রিকান নাগরিক।
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ থেকে ২৯ মে নানা অপরাধে জড়িত থাকার অপরাধে মোট ৬৮০ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়। আট দেশের এসব প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে কুয়েতের কারাগারে বন্দী ছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অ্যান্ড সিকিউরিটি মিডিয়া বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কোনো বিলম্ব ছাড়াই তাদের ফেরত পাঠানো হয়েছে।
প্রক্রিয়ার মধ্যে রয়েছে এসব প্রবাসীদের আঙুলের ছাপ ও ছবি তোলা। তারপরে কুয়েত থেকে তাদের অবিলম্বে ফ্লাইটের ব্যবস্থা করা। নিরাপদে যাতে তারা নিজ দেশে ফিরতে পারে তাও নিশ্চিত করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যেসব কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে অন্যতম হলো আদালতের রায়, প্রশাসনিক সিদ্ধান্ত ও কুয়েতের আবাসিক ও শ্রম আইনের লঙ্ঘন।
আরু পড়ুন- বাংলাদেশি থেকে দক্ষ জনশক্তি নেবে কুয়েত
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ ভিত্তিতে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয় কুয়েত সরকার। কুয়েতের নিরাপত্তা বিভাগ ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের মতে, রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে এসব প্রবাসীদের ফেরত পাঠানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post