‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।’ সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ধরনের খবর শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। এমন খবরের কোনো সত্যতা নেই বলেও উল্লেখ করা হয়। এছাড়া এতে বলা হয়, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎ কেন্দ্রে।
এদিকে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র আগামী ১৫ দিনের মধ্যে ফের উৎপাদনে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৬ জুন) জাতীয় সংসদে তিনি বলেন, ‘লোডশেডিং আকস্মিক। এটা বেশিদিন থাকবে না। আগামী ১৫ দিনের মধ্যে উৎপাদনে আসবে পায়রা বিদ্যুৎকেন্দ্র। ১৫-১৬ দিনের মাথায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। সকলেই একটু ধৈর্য ধরি। সকলেই পার হতে পারব সংকটময় অবস্থা থেকে।’
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। বিশ্ববাজারের অবস্থা বুঝা কঠিন হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে নিরবচ্ছিন্ন জ্বালানি পাওয়া চ্যালেঞ্জ হয়ে গেছে। নিজেদের জ্বালানির সর্বোত্তম ব্যবহার করছি আমরা। নসরুল হামিদ বলেন, গ্যাসে ১২ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। আগামী অর্থবছরে ২৪-২৭ হাজার কোটি টাকা ভর্তুকি যাবে বিদ্যুৎ খাতে। আমরা এতো ভর্তুকি না দিয়ে মূল্য সমন্বয়ে যেতে পারতাম, কিন্তু সেটা করি নাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post