বিমানবন্দরে বোমাতঙ্ক। মঙ্গলবার (৬ জুন) সকালে কাতারগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বিমানটি উড্ডয়নের আগেই এক যাত্রী আচমকা চিৎকার শুরু করে দেন। তাঁর দাবি, বিমানে বোমা রয়েছে। তা শুনে বাকি যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ওই বিমানে হুলুস্থুলু কাণ্ড শুরু হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। শুরু হয় তল্লাশি। কলকাতায় থেকে ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটে। ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। কিন্তু ৩টা২৯ মিনিটে টেক-অফের আগেই ঘটে এমন ঘটনা। তড়িঘড়ি করে নামিয়ে আনা হয় যাত্রীদের।
বিমানে বোমা আছে খবর ছড়ানোর পরেই হুলস্থূল বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু করে। যাত্রীদের নামানোর পর গোটা বিমান জুড়ে তন্নতন্ন করে চালানো হয় তল্লাশি। যদিও শেষ পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গেছে। এদিকে এমন ঘটনায় ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ওই যুবক পুলিশকে জানান, বিমানের অন্য এক যাত্রী তাকে জানিয়েছেন যে, বিমানে বোমা রাখা আছে।
আরও পড়ুন- সোনাসহ বিমানবন্দরে ধরা খেলেন বিমানের ক্রু
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যাত্রী ব্রিটিশ নাগরিক। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। তার বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছে, তার ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post