ওমানে সকল প্রবাসীদের নিবন্ধন বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এতে জুলাই মাসের ১ তারিখের মধ্যে সকল প্রবাসীর নিবন্ধন করতে নিজ নিজ নিয়োগকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, পহেলা জুলাই থেকে সরকারি, বেসরকারি, লাভজনক এবং অলাভজনক সকল প্রতিষ্ঠানে তাদের শ্রমিকদের ডাটা মন্ত্রণালয়ের অনলাইনে আপলোড করতে হবে। এতে শুধুমাত্র প্রবাসী নয় ওমানি শ্রমিকদেরও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
হঠাত এমন নির্দেশনার কারণ হিসেবে মন্ত্রণালয় জানিয়েছে, মূলত মন্ত্রণালয়ের সাথে নিরবচ্ছিন্ন পরিষেবা এবং অনলাইন লেনদেন নিশ্চিত করার জন্যই এমন উদ্যোগ। অর্থাৎ শ্রমিকদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা ঠিকমত নিয়োগকর্তা দিচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করতেই এমন উদ্যোগ। এটি বাস্তবায়ন হলে, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবেনা কোম্পানি এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন এই নির্দেশনা বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নিবন্ধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয় উল্লেখ করেছে, করা হয়েছে যে নির্দিষ্ট তারিখ পর্যন্ত অল্প কিছুদিন সময় বাকি আছে, আর তাই, চলতি মাসের মধ্যেই প্রবাসীদের জন্য ইলেকট্রনিক প্রমাণীকরণ সহ তাদের ব্যক্তিগত পরিচয়পত্র সক্রিয় করা এবং তাদের কর্মসংস্থান চুক্তি অনলাইনে নিবন্ধন করতে নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post