ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে খায়রুং ইসলাম খোকন (৪০) নামে এক প্রবাসী খুন হয়েছেন। শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা কোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইতালিপ্রবাসী খোকন ওই গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানক্ষেতে হাল চাষ করেন একই গ্রামের শাহ আলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বকেয়া রাখেন মলাই মিয়া।
এ টাকা চাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে শাহ আলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য শনিবার রাতে সালিস ডাকা হয়। সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খায়রুল ইসলাম খোকন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post