লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারিতে প্রবাসী আবদুল জাহেরের ক্রয়কৃত জমি দখল করে ভবন নির্মাণের চেষ্টা করছে একই এলাকার নিজাম উদ্দিন মিলন গংদের বিরুদ্ধে। গত শুক্রবার (২জুন) সকালে বহিরাগত লোকজন নিয়ে এসে জোর পূর্বক ভবন নির্মাণের কাজ করে তারা। যদিও জাহেরের পরিবার থানায় অভিযোগ করলে শনিবার দুপুরে তারা কাজ বন্ধ করে। তবে রাতের আধারে ঐ জমি দখলে নিতে পারে বলে জাহেরের পরিবারের আশংকা করছেন।
অভিযোগ রয়েছে, মান্দারি ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে প্রবাসী আবদুল জাহের একই এলাকার মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে ও সাবেক ইউপি সদস্য শাহাদাত আলী মুরাদের কাছ থেকে ১২শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু সম্প্রতি ঐ জমি একই এলাকার বেলাল হোসেনের ছেলে নিজাম উদ্দিন মিলন তার দাবি করে দখলের পাঁয়তারা করছে।
সাবেক ইউপি সদস্য শাহাদাত আলী মুরাদ বলেন, প্রায় ১২ বছর আগে আমার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশ আবদুল জাহেরের কাছে বিক্রি করি। দীর্ঘদিন থেকে ঐ জমি জাহেরের দখলে ছিল। কিন্তু হঠাৎ কেন মিলনরা তা দখল করতে আসে আমাদের জানা নেই।
জাহেরের বোন আমেনা বেগম বলেন, মিলন জোরপূর্বক আমার ভাইয়ের জমি দখলের চেষ্টা করছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসলে তারা আমাকে হুমকি ধমকি প্রদান করেন। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
প্রবাস থেকে আবদুল জাহের বলেন, আমি ২০০৫ সালে মুরাদ মেম্বার থেকে ১২শতাংশ জমি ক্রয় করি। যা আমাদের দখলেই রয়েছে। কিন্তু সম্প্রতি আমার এ জমি দখলে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী। তারা জোরপূর্বক আমার দখলকৃত জমি দখল করতে চায়। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার কামনা করি।
তবে অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন মিলন বলেন, ঐ জমি আমার। সেখানে আমি বসতঘর নির্মাণ করছি। আমার সকল কাগজপত্র রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে বিষয়ে উভয় পক্ষকে নির্দেশনা দিয়েছি এবং বসে বিষয়টি সমাধানের পরামর্শ প্রদান করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post