বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের সুর বেজে উঠেছে আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের সংসারে। বিভিন্ন সময় ইঙ্গিতের পর অবশেষে বুধবার (৩১ মে) রাত ৮টা ৫৮ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রায় সময়ই স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হয় এই অভিনেত্রীর। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে তাদের মধ্যে। সম্প্রতি এক গণমাধ্যমে সানাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তার স্বামী আবু সালেহ মুসা।
তিনি বলেন, একটু আগেই ভালো ছিল। হঠাৎ বটি নিয়ে এসে আমায় আঘাত করে। পরে ভাগ্য ভালো বাসা থেকে বাইরে চলে আসতে পারছি। আজকে ঝাড়ু দিয়ে মেরেছে। এর আগে লাথিও মেরেছে, তবুও আমি কিছু বলিনি।
আজকে দুই-তিনটা লাথি মেরে রীতিমতো আমার কিডনির সমস্যা করে দিয়েছে। এরপরও আমি কিছু বলিনি। তার সঙ্গে আজ একটু কথা-কাটাকাটি হওয়ায় ঝাড়ু দিয়ে আমার মাথায় মেরেছে। পরে আমি একটি থাপ্পড় দিলে, সেও দুইটি থাপ্পড় মারে আমাকে।
অভিনেত্রীর স্বামী বলেন, আমাকে প্রায় এভাবে মারধর করে সানাই। আমি এনিয়ে কিছু বলি না। কারণ, আমি চাই আমাদের সর্ম্পকটা টিকে থাকুক। সে আমাকে আজকে বলে তুই আমাকে চড় মেরেছিস, তুই আমাকে চিনিস। তখন আমি হাসতে হাসতে বলেছি, দুই-তিন শ চড় মেরেছো, আমি না হয় একটাই মারলামই।
তারপর সে চেয়ার দিয়ে আমার শরীরে মেরেছে, এমনকি রান্নাঘরে গিয়ে বটিও আনে আমাকে মারার জন্য, সেটা দেখে আমি পালানোর চেষ্টা করি। এমন সময় আমার হাতে বটি দিয়ে আঘাত করে সে। ভাগ্য ভালো আমি বটি ধরতে পেরেছিলাম। না ধরলে আজকে তো আমি মার্ডার হয়ে যেতাম।
আবু সালেহ মুসা আরও বলেন, আমি একটু শাসন করব সেটাই অপরাধ। আমি একটু কেয়ার করলে সেটাও অপরাধ। আমাদের মধ্যে কোনো কিছু গ্যাপ ছিল না। ফ্যামিলি থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। ওরা আসেও না, আমাদেরকে দেখেও না। এসে তো সমাধান বের করবে। চাকরিটা হচ্ছে মূল সমস্যা। কোনো ফ্যামিলি এই ঝামেলারগুলোর সমাধান করে দেয় না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আজকে তো আমাকে কিডনিতে আঘাত করেছে, তারপরও কিছু বলিনি। স্বামী-স্ত্রী মধ্যে কথা-কাটাকাটি হতেই পারে, কিন্তু হাতাহাতি কেন?
এদিকে বিষয়টি নিয়ে সানাই মাহবুবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায় অভিনেত্রীর ফোন। প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে অনেকটা গোপনেই বিয়ে করেন আবু সালেহ মুসাকে। বিয়ের পরই শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post