ওমান থেকে যেসকল প্রবাসী আগামি ৮-জুলাই বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরত আসতে চান, তাদের উদ্দেশ্যে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষথেকে একটি জরুরী ঘোষণা দিয়েছে, আমরা প্রবাস টাইম পাঠকদের জন্য সমিতির পাঠানো বিজ্ঞপ্তি হুবহু তুলে ধরলাম।
“সবার অবগতির জন্য জানাচ্ছি যে, চট্টগ্রাম সমিতির বিশেষ অনুরোধে আজ (শুক্রবার) ওমান টাইম দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় প্যানারোমা মলে সালাম এয়ারের অফিস খোলা থাকবে এবং আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তালিকাভুক্ত যারা এখন পর্যন্ত টিকেট সংগ্রহ করেননি, আপনারা অতিসত্বর টিকেট সংগ্রহ করে আগামীকাল আপনাদের সুবিধার্থে কোভিড সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা গোবরা ইন্ডিয়ান স্কুলের পার্শ্বে চট্টগ্রাম সমিতির বিশেষ অনুরোধে ওনারা বলেছেন ৪৫ রিয়াল চার্জ করে ১-২ দিনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিবেন। কোন অতিরিক্ত ফি দিতে হবে না। তবে আপনাদের টেস্ট করার জন্য অবশ্যই ৪ জুলাই শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে যেতে হবে। আপনারা যারা ওখানে যাবেন অবশ্যই BANGLA ARS কোড দেখাবেন।
Kazemi International Lab
Near Gobra Indian School
GSM-99316786
BANGLA (ARS)”
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post