সংযুক্ত আরব আমিরাত জুড়ে যাত্রী নিয়ে ওমান সীমান্ত পর্যন্ত আসবে নতুন এক বিলাসবহুল ট্রেন। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল ইতালির বিলাসবহুল আতিথেয়তা কোম্পানি আর্সেনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আমিরাতের সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে সাজানো হবে এই বিলাসবহুল ট্রেন। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
ট্রেনটিতে ১৫টি বিলাসবহুল কোচ থাকবে যা আবুধাবি এবং দুবাইয়ের আধুনিক শহরগুলোর মধ্য দিয়ে ওমানের সীমান্তের নিখুঁত পাহাড় এবং লিওয়া মরুভূমি সহ ফুজাইরার মনোরম গন্তব্যস্থলে যাবে। ইত্তিহাদ রেলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সর্বোত্তম সেবা প্রদান ও সহযোগিতা বাড়ানোর আমাদের প্রচেষ্টার অংশ হিসাবে, ইতিহাদ রেল মরক্কোর ন্যাশনাল রেলওয়ে অফিসের সাথে সংযুক্ত আরব আমিরাতের রেলওয়ে নেটওয়ার্কের উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চুক্তিটি ইতিহাদ রেলের সিইও শাদি মালাক এবং ন্যাশনাল রেলওয়ে অফিসের জেনারেল ডিরেক্টর মোহাম্মদ রাবি খলি মধ্যপ্রাচ্য রিয়াল প্রদর্শনী ও সম্মেলন ২০২৩-এর সময় স্বাক্ষর করেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post