শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে আজ যুব এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচের আগে খারাপ খবর বাংলাদেশ শিবিরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওমানের হাসপাতালে যেতে হয়েছে তরুণ ডিফেন্ডার মেহরাব হাসান সামিন। প্রচণ্ড জ্বর নিয়ে গতকাল বুধবার ওমানের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে সামিন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখন টিম হোটেলে বিশ্রামে আছেন। জ্বর কমলেও শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে তার।
সামিনের শারীরিক অবস্থা সম্পর্কে দলের টিম লিডার মাহাবুবুল এহছান রানা বলেছেন, ‘সামিন আগের চেয়ে ভালো আছে। হোটেলে বিশ্রাম নিচ্ছে। জ্বর কমেছে। প্লাটিলেট ১ লাখের ওপরে আছে। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’
সামিন ছিলেন একাদশের মূল খেলোয়াড়দের একজন। ওমানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও খেলেছেন। তবে পুরো ফিট ছিলেন না। জ্বর গায়ে নিয়েই খেলেছেন। প্রথম কোয়ার্টারে কোচ মামুন উর রশিদ তাকে মাঠে নামাননি। দ্বিতীয় কোয়ার্টার থেকে খেলেছিলেন।
সামিন না থাকলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন রানা। বলেছেন, ‘সামিন আমাদের একাদশের খেলোয়াড়। তাকে নিয়ে কোচের অবশ্যই আলাদা পরিকল্পনা ছিল। তবে চিন্তার কারণ নেই। আমাদের হাতে বিকল্প খেলোয়াড় আছে। অসুখের ওপর তো আর কারওর হাত নেই। সামিনকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।’ আর কয়েক ঘণ্টা পরই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post