কালবৈশাখী ঝড়ের কবলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ১০২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কারণে বন্ধ হয়ে যায় ফ্লাইট ওঠানামা। ঝড়ের কারণে তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে চক্কর খায় ঢাকার আকাশে।
মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গণমাধ্যমকে ফ্লাইট উঠানামা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে তিনটি ফ্লাইটকে আকাশে থাকতে বলা হয়েছে। ঢাকা থেকে চারটি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে রওনা হতে পারেনি। আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। সঙ্গে ছিল ভ্যাপসা গরমের অস্বস্তি। বিকেলের দিকে আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। শুরু হয় কালবৈশাখী। এরপর নামে তুমুল বৃষ্টি। রাত ৯টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির এ প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সূত্র বলছে, শাহজালাল বিমানবন্দরে বিকাল সাড়ে ৫টার পর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, মালদ্বীপ ও কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করতে চাইলেও তাদের আকাশে চক্কর দিতে বলা হয়। অ্যাভিয়েশনের ভাষায় একে ‘হোল্ডিং’ বলা হয়।
তাছাড়া জেদ্দা থেকে ঢাকা রুটের ফ্লাই নাস, বাহরাইনের গালফ এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইট ঢাকার আশপাশের আকাশে অবস্থান করে। আবহাওয়া অনুকূলে এলে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুনরায় ফ্লাইট ওঠানামার অনুমতি দেওয়া হয়।
এদিকে, গতকাল দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদী, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুরের পৃথক পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে নরসিংদীতেই মারা গেছেন পাঁচজন। এছাড়া পাবনায় দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন, কুড়িগ্রামে দুইজন, সুনামগঞ্জে একজন, চাঁদপুরে একজন ও শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post