গোলাপ ফুল তো গোলাপই, তার আবার অন্য নাম! মানুষের নামে গোলাপ ফুলের নামকরণ পৃথিবীর ইতিহাসে বিরল হলেও এমনটি হয়েছে লন্ডনের একটি ফুল প্রদর্শনী অনুষ্ঠানে। সেখানে দুইটি গোলাপের নাম রাখা হয়েছে ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং তার সহধর্মিণী সাইয়িদা আহাদ বিনতে আবদুল্লাহ বিন হামেদ আল বুসাইদির নামে। মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুটি সেরা জাতের গোলাপের নামকরণ করা হয়েছে এই দুইজনের নামে।
আগামী ২৭ মে পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হবে আরএইচএস চেলসি ফ্লাওয়ার শো ২০২৩। আর এতে অংশগ্রহণে ওমানের সুলতান এবং তার সহধর্মিণীর নামে নামকরণ করা গোলাপ উন্মোচন করা হয়েছে। গোলাপ দুটি বিশ্বের সেরা জাতগুলোর মধ্যে একটি। সুলতানের নামে নামকরণ করা গোলাপটি লাল রঙের, আর অপরটি সাদা। সালালাহ এবং ইউরোপীয় দেশগুলোতে পরিচালিত বেশ কয়েকটি হাইব্রিডাইজেশন পরীক্ষার ফলস্বরূপ গোলাপগুলো উৎপন্ন হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে ওমানের রাষ্ট্রদূত বদর বিন মোহাম্মদ আল মান্ধারি, রয়্যাল কোর্ট অ্যাফেয়ার্সের এবং ফার্মস অ্যান্ড গার্ডেনস অ্যাফেয়ার্সের প্রধান হিলাল বিন মোহাম্মদ আল ওয়ালি এবং ধোফার পৌরসভার মহাপরিচালক আবদুল্লাহ বিন আলী আল কাথিরি প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post