জুনিয়র হকি এশিয়া কাপে জয় দিয়ে শিরোপা মিশন শুরু করতে চায় বাংলাদেশ। আজ উদ্বোধনী দিনে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সালালাহ শহরে ম্যাচ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ দলের কোচ মামুন উর রশিদ ও অধিনায়ক প্রিন্স লাল সামন্ত।তিন মাস আগে ক্যাম্প শুরু করে বাংলাদেশ জুনিয়র হকি দল।
এর মধ্যে ভারতে কন্ডিশনিং ক্যাম্প করেছে তারা। হরিয়ানায় ১০টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা হয়েছে। ওমান ম্যাচ সামনে রেখে কোচ মামুন উর রশিদ বলেন, ‘১৯ মে আমরা সালালাহ শহরে এসেছি। তিনদিন টানা অনুশীলন করলাম। মাঠটা স্লো। অনেক পুরোনো মাঠ। এখানে আগে খেলা হয়নি। এশিয়া কাপ সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাস অনেক বড়। তারপরও ওমানের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।
হকিতে বাংলাদেশ-ওমান দ্বৈরথ বেশ পুরোনো। দুদলের লড়াইটা হয় জমজমাট। হোক সেটা সিনিয়র কিংবা জুনিয়র দল। ১৩১ দিন আগে ওমানের মাটিতেই মেনস জুনিয়র এএইচ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওমান ও বাংলাদেশ। পেনালটি শুট-আউটে ৭-৬ (১-১) গোলে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
মামুন উর রশিদের কথায়, ‘ওমানের বিপক্ষে সবশেষ ফাইনাল ম্যাচ আমরা অ্যানালাইসিস করেছি। ওমানের শক্তিশালী এবং দুর্বল দিক খোঁজার পাশাপাশি নিজেদের শক্তি এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। মাঠের সমস্যা না হলে আমরা ইনশাআল্লাহ জয়ী হব।
অধিনায়ক ও মিডফিল্ডার প্রিন্স লাল বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত। নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা জিতব। ওমানের বিপক্ষে অতীতে আমাদের জয়ের রেকর্ড খারাপ নয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post