ওমানের সুলতান হাইথাম বিন তারিককে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। দুদিনের রাষ্ট্রীয় সফরে ওমানের সুলতান মিশর পৌঁছালে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন তিনি। এই সম্মাননার নাম ‘’অর্ডার অব দ্য নাইল’। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
এদিকে, সুলতানও ওমানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ওমান সিভিল অর্ডার অব দ্য ফার্স্ট ক্লাস’ সম্মাননা স্মারক প্রেসিডেন্ট সিসির কাছে হস্তান্তর করেন। কায়রোর আল ইত্তেহাদিয়া রাজ প্রাসাদে এই স্বারক বিনিময় করেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক।
ওমানের সুলতানকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়ার ফলে সুলতানের প্রতি প্রেসিডেন্ট সিসির গভীর কৃতজ্ঞতার প্রদর্শন দেখা যায় এবং ওমান ও মিশরের মধ্যকার গভীর ঐতিহাসিক সম্পর্কেরও প্রতিফলন ঘটে।
ওমানের সুলতানের দেওয়া সম্মাননাটি মিশরীয় রাষ্ট্রপতির প্রতি মহামান্য সুলতানের প্রশংসা এবং দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতার গর্বকে প্রতিফলিত করে।
সম্মাননা বিনিময়ের সময় ওমানি ও মিশরীয় পক্ষের সরকারী প্রতিনিধিদের পাশাপাশি মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রপতি সিসি আল ইত্তেহাদিয়া প্রাসাদে মহামান্য সুলতানের সম্মানে একটি আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে ওমান ও মিশরীয় পক্ষের সরকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post