কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড্রাইভিং লাইসেন্স ইস্যু সংক্রান্ত নীতিমালায় নতুন পরিবর্তন এনেছে। প্রথম উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী শেখ তালাল আল খালিদ ২০২৩ সালের মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত নং ৪১০ জারি করেছেন যেখানে ট্রাফিক আইনের নির্বাহী প্রবিধান এবং এর সংশোধন সম্পর্কিত ১৯৭৬ সালের রেজুলেশন নং ৮১ এর বেশ কয়েকটি বিধান সংশোধন করা হয়েছে। এর ফলে প্রবাসীরা কুয়েতে এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স পাবেন। একাধিক ধরনের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এই সংশোধন আনা হয়েছে।
প্রাইভেট কার, ট্যাক্সি এবং মালবাহী গাড়ি চালানোর জন্য জারি করা ‘ বিশেষ বাজার লাইসেন্স’ এখন থেকে কুয়েতি এবং জিসিসি নাগরিকদের জন্য ১৫ বছর এবং প্রবাসী নাগরিকদের জন্য এক বছরের জন্য বৈধ হবে।
বিশেষ ‘সাধারণ বাজার লাইসেন্স’ দুটি বিভাগে বিভক্ত। ‘এ’ ক্যাটাগরিতে ২৫ জনের বেশি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন যাত্রীবাহী যানবাহন এবং বিপজ্জনক পদার্থ পরিবহনের যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৭ থেকে ২৫ জন যাত্রী বহনকারী যাত্রীবাহী যানবাহন এবং ২ টনের বেশি ওজনের পরিবহন যানবাহন ৮ টন পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। এই লাইসেন্স কুয়েত ও জিসিসি নাগরিকদের জন্য ১০ বছর এবং প্রবাসী নাগরিকদের জন্য এক বছরের জন্য বৈধ হবে।
সংশোধিত বিধিগুলি মোটরবাইক লাইসেন্সগুলোও সম্বোধন করে। ক্যাটাগরি ‘এ’-তে লাইসেন্সে সব ধরনের মোটরচালিত বাইসাইকেল এবং মোটরচালিত সাইকেল ড্রাইভিং শেখানো হয়। ‘বি’ ক্যাটাগরিতে তিন বা ততোধিক চাকার সব ধরনের মোটরচালিত বাইসাইকেল চালানোর অনুমতি রয়েছে। কুয়েতি এবং জিসিসি নাগরিকদের জন্য লাইসেন্সটি তিন বছরের জন্য বৈধ এবং প্রবাসীরা এক বছরের বৈধতা পান।
নির্মাণ, শিল্প, কৃষি বা ট্রাক্টর যানবাহনের লাইসেন্সের ক্ষেত্রে, কুয়েতি এবং জিসিসি নাগরিকদের জন্য তিন বছর এবং প্রবাসীদের জন্য এক বছর নির্ধারণ করা হয়েছে।
নির্দিষ্ট সেবা কার্যক্রমের জন্য সব ধরনের যানবাহনের জন্য ‘স্পেশাল অ্যাক্টিভিটি মার্কেট লাইসেন্স’ নামে একটি নতুন ধরনের লাইসেন্স চালু করা হয়েছে। এক বছরের জন্য বৈধ এই লাইসেন্সটি বাতিল করা হবে যদি মালিক তার পেশা পরিবর্তন করে বা দেশে তার বাসস্থান বাতিল করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post