ওমান বিমানবন্দরগুলি করোনা মহামারীর কারণে বন্ধ থাকলেও গত তিন মাসে প্রায় ৬৪ হাজার যাত্রী বিভিন্ন দেশে ভ্রমণ করেছে। যাদের বেশির ভাগই বিশেষ ফ্লাইটের মাধ্যমে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর (এমআইএ) দিয়ে ভ্রমণ করেছেন। ১-জুলাই ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ করা তথ্য অনুযায়ী এবং ওমান বিমানবন্দরের জারি করা পরিসংখ্যান অনুসারে গত ২৩ শে মার্চ থেকে ২২ শে জুনের মধ্যে পাঁচ হাজার ৪৫৫ টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এই বিমানবন্দর থেকে।
এয়ারপোর্টের কর্মকর্তারা জানিয়েছেন যে ওমানের বিমানবন্দর দিয়ে বিমান উড্ডয়ন ৮৫ শতাংশ কমেছে। যাত্রীর সংখ্যাও গত বছরের তুলনায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। ওমান বিমানবন্দর দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে আগত ও ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার। তবে এই পরিসংখ্যানে চার্টার ফ্লাইটগুলি অন্তর্ভুক্ত নেই। গত ৩মাসে যেসব দেশের যাত্রীরা মাস্কাট এয়ারপোর্ট ব্যবহার করেছে, নিম্নে তার একটি পরিসংখ্যান তুলে ধরা হইলোঃ
আরও পড়ুনঃ ওমান থেকে প্রবাসীরা যেভাবে দেশে ফিরবেন
গত ৩ মাসে ৬৪,০০ যাত্রীর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী রয়েছে ভারতের ১৪,৬৪৬জন, এরপর বিভিন্ন দেশ থেকে ওমানের নাগরিক ৮,৮৮৩ জন যাত্রী ফেরত এসেছে ওমানে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা অন্যান্য দেশের মধ্যে রয়েছে কাতার (৭,২৯৬), পাকিস্তান (৫,৩১২), মিশর (৪,৮০৩), ব্রিটেন (৩,৯৩৩) ইরান (২,৫৪৭), জার্মানি (২,২১২), থাইল্যান্ড (২,১২২), বাংলাদেশ (১,৭৬৭), তানজানিয়া (১,১৭১) ), ফিলিপিনো (৮৮৭), শ্রীলঙ্কা (৮৩৯), সৌদি আরব (৬৯৭), সংযুক্ত আরব আমিরাত (৬৬৪), ফ্রান্স (৬৫২), জর্ডান (৬৫০), বাহরাইন (৬৩৮), তুরস্ক (৫৭৪), মালয়েশিয়া (৫৭১) ), তিউনিসিয়া (৫৫৪), রাশিয়া (৩৯৮), নেপাল (৩১৪), চীন (২৩২), নিউজিল্যান্ড (২২২), লেবানন (২০৯), কুয়েত (২০৭), সোমালিয়া (১৭৯), ইরাক (১৫৩), সিরিয়া ( ১৪৩), চাঁদ (৭০), কেনিয়া (৫৪), মালদ্বীপ (১৮), এবং বুরুন্ডি (৬)।
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post