আগামী ২৩ থেকে ২৫ মে কাতার ইকোনোমিক ফোরামে যোগ দিতে সোমবার দুপুরে দেশটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠান হতে পারে। যেখানে জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন সহযোগিতা গুরুত্ব পাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় অনুষ্ঠতিব্য ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ র্শীষক ফোরামে কাতাররে আমির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
তিনি বলেন, ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রীবর্গ, বিশিষ্ট অর্থনীতিবিদগণসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা।
তিনি আরো বলেন, এই সফরে কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা খাত নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে সমঝোতা স্মারক সই হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post