প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের প্রত্যাশিত প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ নিশ্চিত হতে যাচ্ছে এবার। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে শিগগিরই জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।
এ লক্ষ্যে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সিস্টেম স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। এটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে।
অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীরা কনস্যুলেটে স্থাপিত ভোটার নিবন্ধন সিস্টেম কর্মসূচিতে কাজ করবেন। আগামী জুন মাসের শুরুতেই দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংগ্রহ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post