ব্রেইন স্ট্রোকে সৌদি প্রবাসী আবু কাওসার নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৭ মে তিনি ব্রেইন স্ট্রোক করে সৌদি আরবের হাসপাতালে ভর্তি হন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার তিনি মারা যান।
৭ মে রাতে তিনি ব্রেইন স্ট্রোক করার পরে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করেছিলেন আবু কাওসার। এ বছর একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার।
প্রবাসী আবু কাউসার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রোয়াচালা কুরুন্ডি গ্রামের বাসিন্দা। তার ৩ মেয়ে রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post