তীব্র গরমে অতিষ্ঠ ওমানের জনজীবন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খা খা করছে মরু প্রান্তর। ঘরে বাইরে সব খানেই অস্বস্তিকর পরিস্থিতি। বৃষ্টিতে প্রশান্তি পেতে উদগ্রীব খোলা আকাশের নিচে কাজ করা প্রবাসীরা। বেশকিছু অঞ্চলে ৪৮ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা।
এরই মধ্যে সুখবর জানালো ওমানের আবহাওয়া অধিদপ্তর। ওমানের দিকে ধেয়ে আসছে স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন প্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
১৭ মে ওমান অবজারভার এক প্রতিবেদনে বলা হয়, ধোফার প্রদেশের উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আল দাখিলিয়াহ, মাস্কাট, উত্তর এবং দক্ষিণ আশ শারকিয়ার কিছু অংশে মাঝারি বজ্রঝড় সহ বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আল দাহিরাহ, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া, দক্ষিণ ও উত্তর আল বাতিনা এবং আল বুরাইমি প্রদেশে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার মাস্কাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত তিন দিনের তুলনায় অনেকটাই কম। মঙ্গলবার সোহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস, এরপর কোরিয়াতে অঞ্চলে ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং লিওয়াতে ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া বিভাগ জানায়, ওমান সাগরের উপকূলীয় এলাকায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহের মধ্যে কিছু শহরে তাপমাত্রা সামান্য কমে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post