ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তা সত্ত্বেও অনেকেই আছেন যারা নিয়মিত ধূমপান করেন। অনেকের মতে সিগারেটের একটি টান নাকি হাজারটা চুমু সমান। সত্যিই কী সুখ রয়েছে তা একমাত্র ধূমপানকারীরাই জানেন। আর তাইতো ধূমপান কারীরা একটু সুযোগ পেলেই সুখ টান নিতে ভুল করেন না।
কিন্তু কিছু কিছু এমন যায়গা আছে, যেখানে চাইলেও সুখ টান নেওয়ার সুযোগ নেই। বরং নিষিদ্ধ সেইসব স্থানে আপনার সুখটান হতে পারে অনেক বড় ধরণের বিপদের কারণ। তেমনই একটি নিষিদ্ধ স্থান হচ্ছে বিমান। কিন্তু, এই বিমানেও অনেক সময় সুখ টান নেওয়ার কথা শুনা যায়।
সম্প্রতি বিমানে সুখ টান নিতে যেয়ে বিপাকে পড়েন বাংলাদেশ বিমানের এক মহিলা ক্রু। এই ঘটনা দেশের মিডিয়াতে বেশ আলোড়ন তৈরি করে। ফলে, চাপের মুখে পড়েন বিমানের সেই কেবিন ক্রু। তবে, এবার এমনই আরেক ঘটনা ঘটলো আকাসা এয়ারের একটি ফ্লাইটে।
উড়ন্ত ফ্লাইটে বিমানের শৌচাগারে যেয়ে সুখ টান দিতেই বেজে উঠল বিপদঘণ্টা। ধরা পড়লেন যাত্রী। মূলত জীবনে প্রথমবার বিমান সফর করছিলেন ওই যাত্রী। আর তাই, শৌচাগারে গিয়ে বিড়ি ধরান তিনি। আর এমন মুহূর্তে বিপদঘন্টা বাজতেই ছুটে যান বিমানকর্মীরা। গ্রেপ্তার করা হয়েছে ওই যাত্রীকে। যদিও অভিযুক্ত জানিয়েছেন, বিমানে বিড়ি খাওয়া যে নিষিদ্ধ তা জানা ছিল না তাঁর।
অভিযুক্ত যাত্রীর নাম প্রবীণ কুমার। তিনি রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা। এক আত্মীয়কে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন ৫৬ বছরের প্রবীণ। আহমেদাবাদ থেকে আকাসা এয়ারের বিমানে চেপে ছিলেন। মাঝআকাশে নেশা চাপলে নির্দ্বিধায় শৌচাগারে গিয়ে বিড়ি ধরান।
প্রবীণ জানিয়েছেন, এই প্রথম বিমান যাত্রা তাঁর। ট্রেনে যাতায়াতের সময় শৌচাগারে গিয়ে বিড়ি খাওয়া অভ্যাস। একইভাবে বিমানের শৌচাগারে গিয়ে ধূমপান করতে গিয়েছিলেন। তাতেই বিপত্তি ঘটে যায়। তাঁর জানা ছিল না বিমানে এতখানি কড়াকড়ি। বিড়িতে সুখটান দিতে গিয়ে এখন বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ঠাঁই হয়েছে নির্মাণকর্মী প্রবীণ কুমারের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post