সৌদিতে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও লাফিয়ে বাড়ছে। গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা দৈনিক ৩ হাজারের নিচে থাকলেও মঙ্গলবার (৩০ জুন) আবার ৪ হাজার ছাড়িয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটিতে গতকাল একদিনেই নতুন ৪ হাজার ৩৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। এ নিয়ে সৌদিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯০ হাজার ৮২৩ জন। এছাড়া একদিনে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৯ জন। একদিনে সুস্থ হয়েছে ৩ হাজার ৬৪৮ জন। মোট সুস্থ ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। চিকিৎসাধীন আছেন ৫৮ হাজার ৪০৮ জন। তাদের মধ্যে ২ হাজার ২৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে হুফোফে ৯০০ জন, রিয়াদে ৩৪২ জন, আল মুবারাজে ৩২৩ জন,দাম্মাম ৩০৮ জন, মক্কা মুকাররমা ২৮৭ জন,তায়েপে ২২৯ জন, জেদ্দায় ১৬৭ জন, আবহা ১৪৪ জন, মদিনা মুনাওয়ারায় ১৩২ জন, খামিস মুশাইত ১৩২ জন, আল খোবার ৯৪ জন, নাজরান ৮৮ জন, কাতিপ ৮৭ জন, হাইল ৭০ জন, বুরাইদা ৬৪ জন, জাহারান ৫০ জন, বাকিক ৪৯ জন, মাহাইল আসির ৩৮ জন ও সাফওয়ায় ৩২ জন করোনা আক্রান্ত হয়েছে।
এছাড়া দেশটির অন্যান্য অঞ্চলেও নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে জরিপে দেখা গেছে, আগে যে অঞ্চলগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশি ছিল, এখন সেখানে আক্রান্তের সংখ্যা কমেছে। তবে অন্য অঞ্চলে সংক্রমণ বাড়ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post