তীব্র তাপদাহে পুড়ছে ওমান। দেশটিতে ৪৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। রবিবার (১৫-মে) এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আল সুয়াইক অঞ্চলে সর্বোচ্চ ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ আল-বাতিনাহ, মাস্কাট, দাহিরাহ, আল-উস্তা এবং ধোফার প্রদেশে গরমের তীব্রতা দেখা দিবে।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে রয়েছে, আল-সুয়াইক ৪৫.৯, ওয়াদি মাওয়াইল ৪৫.৪, রুস্তাক ৪৫.১, সাহাম ৪৫, আল-খাবুরা ৪৪.৯, আল-আমরাত ৪৪.৯, ফাহুদ ৪৪.৭
এবং সোহারে ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা। এ অবস্থায় দুপুর ১২ থেকে বিকাল পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকদের কাজ না করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চিকিৎসকরা বলছেন, একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। যে কারনে ডিহাইড্রেশন সৃষ্টি হয়। এতে মাথাঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হতে পারে। বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে তারা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হয়।
হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে যতটুকু সম্ভব গরমের সময় রোদে কম বের হতে হবে। একান্তই বের হতে হলে সঙ্গে পানির বোতল রাখা ও মাঝে মাঝে পানি পান করতে হবে। শরীর অবসন্ন মনে হওয়া মাত্রই ছায়াযুক্ত বা শীতল কোনো স্থানে বিশ্রাম করতে হবে।
যদি অবস্থা খারাপ মনে হয় তাহলে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। খাবার স্যালাইন খাওয়াতে হবে। অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে মাথায় পানি ঢালতে হবে। তাতেও যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে হিট স্ট্রোকে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post