সৌদি আরবের নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। বাইরে থেকে মানুষ এসে সেই নিয়ম কানুন এর সম্মান করবে এমনটাই আশা করে দেশের সরকার। সাধারণ মানুষ হলে হয়তো এই নিয়ম অমান্য করলে শাস্তি পেতে হত নিশ্চিত ভাবে। কিন্তু তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ব্যাপার আলাদা। চাইলেও তাকে বা তার বান্ধবীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সৌদি সরকার সেটা হয়তো সম্ভব নয়। আবার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তবে এবার নিজের জন্যে বা নিজের খেলার কারণে নয়। তাঁকে সমস্যায় ফেলেছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেস। সমাজমাধ্যমে এমন কিছু ছবি তিনি পোস্ট করেছেন যা সৌদি আরবের আইনের বিরোধী। এখনও পর্যন্ত রোনাল্ডোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অচিরেই সেই সম্ভাবনা থাকছে। রোনাল্ডো এবং জর্জিনার বিচ্ছেদ নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক জল্পনা হয়েছে।
এখন অবশ্য কেউই এ বিষয়ে কোনও উচ্চবাচ্য করছেন না। জর্জিনা এখন রোনাল্ডোর সঙ্গে সৌদি আরবে রয়েছেন। সেখান থেকেই বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জর্জিনা। প্রতিটি ছবিতে তাঁকে একটি সুইমিং পুলের ধারে নীল বিকিনি পরে বিভিন্ন পোজ়ে দেখা গিয়েছে। চোখে ছিল সানগ্লাস। কিন্তু সৌদির নিয়ম অনুযায়ী শরীর দেখানো বা আংশিক নগ্ন পোশাক পরে ছবি তুলে সমাজমাধ্যমে দেওয়া নিষিদ্ধ।
গায়ের সঙ্গে সেঁটে রয়েছে বা অন্তর্বাস দেখা যাচ্ছে এমন পোশাকও পরা যাবে না। জর্জিনা স্পষ্টতই এই নিয়ম মানেননি। ছবির ক্যাপশনে লিখেছেন, “প্রতিটি আকাশেরই নিজস্ব রং রয়েছে।” জর্জিনার পোস্টে ৫০ লক্ষ মানুষ ‘লাইক’ দিয়েছেন। ৫ কোটি অনুরাগীর বেশির ভাগই জর্জিনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সৌদিতে আগেই একটি নিয়ম ভেঙেছিলেন রোনাল্ডো।
সে দেশে বিয়ে না হলে একসঙ্গে কোনও নারী-পুরুষ থাকতে পারেন না। রোনাল্ডো নিয়ম ভাঙলেও সৌদির রাজা পর্তুগিজ ফুটবলারকে ছাড় দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে সে রকম কিছু করা হয় কি না সেটাই দেখার। কেউ বলছেন রোনালদো নাকি এ বছরের শেষেই সৌদি আরব ছেড়ে দেবেন। সেটা জানেন জর্জিনা। তাই আর সে দেশের নিয়ম কানুনের পরোয়া করছেন না।
কিন্তু মহিলাদের এরকম খোলামেলার ছবি আরব আইনের বিরুদ্ধে। রোনাল্ডোর বিরুদ্ধে পদক্ষেপ কিছু গ্রহণ করা হয় কিনা সেটাই এখন দেখার। তবে জর্জিনার এই খোলামেলা ছবি সৌদি সরকার ভালোভাবে নেবে না সেটা বলাই যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post