ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়।
গতকাল শনিবার ভোরের এ ঘটনার সময় বিমানটির যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ছাড়াও বিমানবন্দরটিতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল বিমান উঠানামা। তবে এই দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি বিমানটির দুই ক্যাপ্টেন।
জানা গেছে, গতকাল ভোর ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩৮৭) কুয়ালালামপুর থেকে এসে শাহজালাল বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। তবে বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্যদিকে চলে যায়। দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টা পর দুটি পুশকার্ড দিয়ে বিমানটি ধাক্কা মেরে রানওয়েতে উঠিয়ে টার্মিনালে নিয়ে আসা হয়। এ সময় বিমানবন্দরে এক ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল। অবতরণ করতে না পেরে ৬টি ফ্লাইট আকাশে চক্কর দিতে বাধ্য হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক কর্মকর্তা বলেন, ‘ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন ইসহাক ও হাসান ইমাম। বিমানটি অবতরণের সময় পাইলট কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারেননি। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি পাইলট। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হবে।’
এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের সমস্যার কারণে এক ঘণ্ট বিমান উঠানামা বন্ধ ছিল। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি।’
সূত্র: দেশ রূপান্তর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post