অবৈধ প্রবাসীদের ধরতে কঠোর অভিযান পরিচালনা করছে ওমানের আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের হাত থেকে বাঁচতে পালাতে যেয়ে ইতিমধ্যেই এক বাংলাদেশি প্রবাসী মারাও গেছেন। গত ১১ মে মাস্কাটের মাবেলাতে পুলিশের অভিযানে অন্তত ৪০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়।
স্থানীয় প্রবাসীরা জানান, পুলিশ অভিযান শুরু করলে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে, গ্রেফতারের ভয়ে অনেকেই এদিক সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় এক প্রবাসী দৌড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। সাথে সাথে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উক্ত প্রবাসী বাংলাদেশি নাগরিক এটা নিশ্চিত হলেও তার সম্পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে ওমানের আইন শৃঙ্খলা বাহিনী। শ্রম আইন লঙ্ঘনের দায়ে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আরো প্রায় ৫০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।
অবৈধভাবে মাছ ধরার অপরাধে দেশটির আল জাজির নামক স্থান থেকে ৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। এসময় তাদের থেকে তিনটি লাইসেন্সবিহীন মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
এদিকে পৃথক এক অভিযানে আরো অন্তত ৪০ জন পরবাসীকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে মাছ ধরার অপরাধে আল উস্তা প্রদেশ থেকে ৩০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতটি লাইসেন্সবিহীন মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
এরমধ্যে মাহুত থেকে ২৪ জন এবং দুকুম থেকে ১২ প্রবাসীকে গ্রেফতার করা হয়। দুকুম কোস্ট গার্ড ইউনিটের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে কৃষি মন্ত্রণালয়। গ্রেফতারকৃত প্রবাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post