প্রাচীন মিশরের সবচেয়ে শক্তিশালী ফারাও ছিলেন দ্বিতীয় রামেসিস। মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসে ৬৬ বছর রাজত্ব করেন তিনি। মৃত্যুর ৩ হাজার ২০০ বছর পর সুদর্শন মুখ দেখতে পাবেন বিশ্ববাসী। মিশর ও ইংল্যান্ডের বিজ্ঞানীরা রাজার মাথার খুলির থ্রিডি মডেল ব্যবহার করে তার চেহারা পুনর্নির্মাণ করেছেন। এরপর তারা এই প্রক্রিয়া উল্টে দিয়ে প্রায় অর্ধশতাব্দী পেছনে গিয়ে তার শাসনামলের তার চেহারা তৈরি করেন।
দ্বিতীয় রামেসিসের খুলির থ্রিডি মডেলটি তৈরি করেছেন কায়রো ইউনিভার্সিটির সাহার সেলিম। সেলিম বলেন, “ফারাও দ্বিতীয় রামেসিসের মমি দেখে আমি তার মুখের কল্পনা করেছিলাম। ফলাফল হিসেবে আমরা একজন ‘খুব সুদর্শন’ শাসকের চেহারা তৈরি করতে পেরেছি।”
তিনি বলেন, ‘মুখ পুনর্গঠনের মধ্য দিয়ে মমিতে একটি জীবন্ত মুখ বসাতে সক্ষম হয়েছি।লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ফেস ল্যাবের ডিরেক্টর ক্যারোলিন উইলকিনসন থ্রিডি মডেল তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়াটি বর্ণনা করেন। তিনি এর আগে ফেরাউনের চেহারা পুনর্নির্মাণ করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা খুলির কম্পিউটার টমোগ্রাফি (সিটি) মডেল নিই। যার ফলে খুলির একটি থ্রিডি মডেল পাওয়া গেছে এবং সেটিকে আমরা কম্পিউটার সিস্টেমে নিয়েছি।
‘আমাদের কাছে আগে থেকেই মডেল করা মুখের শারীরস্থানের একটি ডেটাবেস আছে। আমরা সেখানে খুলিটি প্রতিস্থাপন করেছি। আমরা মূলত মুখ, মাথার খুলির পৃষ্ঠ থেকে মুখের পৃষ্ঠ পর্যন্ত, পেশির গঠন এবং চর্বি স্তরের মাধ্যমে এবং তারপরে ত্বকের স্তর তৈরি করেছি,’ যোগ করেন তিনি।
এর আগে রাজকীয় ভাস্কর ক্রিশ্চিয়ান করবেট ফারাও তুতানখামুনের মুখের বৈজ্ঞানিক পুনর্নির্মাণ করেন। সেলিম জানান, রাজার মমির ওপর মুখ থাকলে এটি তাকে জীবন্ত করে তুলবে। এর পাশাপাশি জনগণের সঙ্গে বন্ধন সুদৃঢ় করতে সাহায্য করবে।
রাজা দ্বিতীয় রামেসিস প্রাচীন মিশরের ১৯তম রাজবংশের তৃতীয় রাজা। তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। রামেসিস ৬৬ বছর মিশর শাসন করেছিলেন এবং বিশ্বের প্রথম চুক্তির সূচনা করেছিলেন।
উনিশ শতকের ইজিপ্টোলজিস্টরা তাকে রামেসিস দ্য গ্রেট নামে অভিহিত করেন। ধারণা করা হয়, ৬৭ বছর রাজত্বকালে সবচেয়ে বেশি মন্দির তৈরি করেছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post