ওমানে গত ১০ দিনে পৃথক ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর কারণগুলির মধ্যে রয়েছে ডুবে যাওয়া, বালি ধ্বসে চাপা পড়া এবং ক্ষতিকারক গ্যাস লিকেজ । ২৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সময়ে বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে যা আনুষ্ঠানিকভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
উত্তর আশ শারকিয়াহ দক্ষিণ প্রদেশের একটি উপত্যকায় একটি গাড়ি পানিতে ডুবে যাওয়ার পর এক স্ত্রী ও তার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির (সিডিএএ) এক কর্মকর্তা টাইমস অব ওমানকে জানিয়েছেন, দক্ষিণ আশ শারকিয়াহের জালান বানি বু আলীর এলাকার ওয়াদি আল-বাথায় এক নারী (২১ বছর) ও তার স্বামীকে (৩৩ বছর) মৃত অবস্থায় পাওয়া গেছে।
তাদের নিখোঁজের সঙ্গে সঙ্গে তিন দিন অনুসন্ধানের পর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) দিমা ওয়াল’তাইয়িনের এলাকায় ওয়াদি দায়াকায় ২১ বছর বয়সী নিখোঁজ বালক মোহাম্মদ ডি আল-রাহবির লাশ খুঁজে পায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিমা ওয়াল তাইয়্যিনের ওয়াদি দায়াকাহের স্রোতে আল-আমেরাতের এক নাগরিকের ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
দ্য টাইমস অব ওমান দিমা ওয়াল’তাইয়িনের উইলায়াত থেকে নিখোঁজ হওয়া ছেলেটির আত্মীয় আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-রাহবির সাথে যোগাযোগ করেছে। আল-রাহবি জানিয়েছেন যে, নিখোঁজ ব্যক্তিটি ২৯ এপ্রিল সকাল ১১ টায় একদল যুবককে নিয়ে দিমা ওয়াল’তাইয়িনের (টুল) পাহাড়ের প্রান্তে হাঁটছিল, যেখানে তার পা পিছলে যায় এবং তিনি কুরাইয়াতের আল-মাজরা এলাকার দাইকাহ বাঁধের দিকে যাওয়ার দিকে উপত্যকার স্রোতে মাথার উপর পড়ে যান।এতে তার মৃত্যু হয়।
তেল ও গ্যাস শ্রমিক ইউনিয়ন ওমানের নাগরিক ইয়াহিয়া আল-আনবুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তাদের সমবেদনায় বলেছে যে আল-উস্তা প্রদেশের মুখাইজনা মাঠে হাইড্রোজেন সালফাইড গ্যাস লিকেজ দুর্ঘটনার ফলে এই মৃত্যু হয়েছিল।
এছাড়া সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আল বাতিনাহ সাউথ প্রদেশের উদ্ধারকারী দল বালু ধ্বসে তিন শ্রমিক চাপা পড়ে। তারা একটি কোম্পানির হয়ে নাখালের ওয়াকান গ্রামের দিকে যাওয়ার রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ করছিল।
টাইমস অব ওমানের সঙ্গে আলাপকালে সিডিএএ’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিহতদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের সবার বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে। এছাড়া উত্তর আশ শারকিয়াহ প্রদেশের বিদিয়ারের আল মুনত্রেবের এলাকায় একটি খামারে কূপ খনন করার সময় বালু ধসে এশীয় নাগরিকত্বের দুই শ্রমিক আহত হয়। সেখানে একজনকে উদ্ধার করা হয়েছিল এবং অন্যজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post