সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইল (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানামহিরা এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদের কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন তিনি। সেদিন তাকে উদ্ধার করে রিয়াদের ন্যাশনাল হাসপাতাল কেয়ার মালাস-এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ শনিবার ভোরে তিনি মারা যান।
এদিকে, নিহত ইসমাইলের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ও পরিবার পরিজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি ৩ ছেলে সন্তানের জনক। দীর্ঘ ২৩ বছবর ধরে তিনি প্রবাস জীবনযাপন করছেন তিনি। তিন মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে যান।
মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করে নিহতের চাচাত ভাই মো. নাজিম উদ্দীন বলেন, ১৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ইসমাইল মারা যায়। তার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চালনো হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post