কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য ফের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রীপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ তার ‘তিন-পর্বের’ পরিকল্পনা এবং ভিসা ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের দেশ থেকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও সাধারণ ক্ষমার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আল সেয়াসার সূত্রে আরব টাইমসের রিপোর্টে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও কুয়েতি মন্ত্রীপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ বলেছেন, গতবার সাধারণ ক্ষমার সময় কুয়েত ছেড়ে চলে গেছে ২৬ হাজার ৪০০ জন।
একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে দৈনিকটি বলছে, মন্ত্রীপরিষদ কর্তৃক ঘোষিত অনুযায়ী সম্পূর্ণ স্বাভাবিক জীবন অবস্থায় ফিরে আসার দ্বিতীয় পর্যায় শুরু হবে এবং এর মধ্যে রয়েছে আবাসিক লঙ্ঘনকারীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং দেশ ত্যাগের জন্য নতুন এক মাসের সময়সীমা প্রদান করা হবে।
নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে যে, এখনো ৯০ হাজারেরও বেশি আবাসন আইন লঙ্ঘনকারী রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছেন যে, অবৈধ প্রবাসীরা দেশ ছাড়ার জন্য দ্বিতীয় সাধারণ ক্ষমা দিলে কুয়েতের পরিবেশ উন্নত হবে।
আরও পড়ুনঃ ওমানে করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন
এদিকে এমপি পাপুলকাণ্ডের জেরে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে কুয়েত সরকার। সোমবার (২৯ জুন) সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানায় আরব টাইমস। দেশটিতে গ্রেফতার সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের মোবাইল ফোনে কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংসদ সদস্যদের তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।
গোটা শ্রম বাজারকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সরকারি কাজে বিদেশি লোক কমানোরও কথা চলছে। পাপুলের অনৈতিক কাজে যে শীর্ষ কর্মকর্তা সহায়তা করেছিলেন তার ব্যক্তিগত সহকারীও ঘুষ নেয়ার কথা স্বীকার করেছে। মোবাইল ফোনে যেসব কর্মকর্তাদের ছবি ও ভিডিও আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে প্রতিবেদনে জানা গেছে।
আরও দেখুনঃ ওমানের আউটপাশের ব্যাপারে যা বললেন রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post