সার্বিয়ায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে রাজধানী বেলগ্রেডের ৬০ কিলোমিটার দক্ষিণে এক গ্রামে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালান। বিভিন্ন সূত্রের বরাতে বলা হচ্ছে, হামলাকারী এখনও পলাতক।
এর আগে চলতি সপ্তাহে দেশটিতে এক কিশোর গুলি চালিয়ে আট শিক্ষার্থীকে হত্যা করে। বিবিসি বলছে, দেশটির স্পেশাল পুলিশ ফোর্স শুক্রবার সকালে মাদেনোভিক এবং দুবোনা গ্রামে পৌঁছান। সেখানেই সর্বশেষ এ গোলাগুলির ঘটনা ঘটে।
বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, দেশটির পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি তল্লাশি করছেন। বন্দুকধারীকে আটক করতেই এ অভিযান। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ২০ বছর বয়সী এক যুবকের দুবোনার এক পার্কে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরেই তিনি চলন্ত গাড়ি থেকে লোকদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতেই অন্তত আটজন নিহত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটিতে এ ধরনের গোলাগুলির ঘটনা বেশ বিরল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post