উন্নত চিকিৎসার জন্য অনেকেই নিজ থেকে অন্য দেশে যান। এ বিষয়টি মাথায় রেখে নিজেদের চিকিৎসাখাত আরও সমৃদ্ধ করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটিতে এখন সহজেই চিকিৎসা সেবা নিতে পারবেন বিশ্বের সব দেশের সাধারণ মানুষ। হোক সেটি ত্বক, দাঁতসহ ছোট-বড় যে কোনো রোগ।
দুবাইয়ে যারা চিকিৎসা নিতে আগ্রহী তারা ওইখানকার হাসপাতালের সঙ্গেই যোগাযোগ করলে হবে। তারাই তখন চিকিৎসার ধরনের ওপর নির্ভর করে ভিসা, থাকার অনুমোদনসহ সব ব্যবস্থা করে দেবে। দুবাইয়ের প্রায় ১০০টি স্বাস্থ্যকেন্দ্রে এ সুবিধা পাওয়া যাবে।
দুবাই হেলথ অথরিটির (ডিএইচএ) হেলথ ট্যুরিজম বিভাগের পরিচালক মোহাম্মদ আল মেহেরি সংবাদমাধ্যম খালিজ টাইমসকে এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের চিকিৎসা বিষয়ক ভিসা রয়েছে, যেই সেবা হাসপাতালগুলো দিয়ে থাকে এবং এটি তাদের বিশেষ সেবা।’
তিনি আরও বলেছেন, যারা দুবাইয়ে চিকিৎসা নিতে আগ্রহী তারা সরাসরি হাসপাতাল বা ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারাই নির্ধারণ করবে রোগীর কতদিন থাকতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।
এই কর্মকর্তা আরও জানিয়েছেন, হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিভিন্ন প্যাকেজ রয়েছে। এগুলোর মধ্যে যেটি পছন্দ সেটিই বেঁছে নিতে পারবেন সেবাগ্রহীতারা। তারা ‘দুবাই ইন ওয়ানডে’ এই ওয়েবসাইটে গিয়ে প্যাকেজসহ যাবতীয় সব সেবা সম্পর্কে জানতে পারবেন।
সেবাদাতাদের সঙ্গে যোগাযোগ করার পর এবং সব তথ্য দেওয়ার পর সেগুলো যাচাই-বাঁছাই করে ভিসার ব্যবস্থা করা হবে।
কীভাবে দুবাইয়ের চিকিৎসা ভিসা পাওয়া যাবে?
অন্য সাধারণ ভিসার মতো চিকিৎসা ভিসার জন্য কাউকে আরব আমিরাতের দূতাবাসে যেতে হবে না। চিকিৎসা নিতে আগ্রহীরা ক্লিনিক বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে তারাই কাজ শুরু করবে।
চিকিৎসা নিতে আগ্রহীদের কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ দুবাইয়ের জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে ভিসার আবেদন করবে।
আমিরাতের অন্যান্য প্রদেশের মেডিকেল ভিসা
আবুধাবিসহ সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য আমিরাতে যদি কেউ চিকিৎসা নিতে চান তাহলে আপনার আবেদনের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্যানেল প্লাটফর্মের মাধ্যমে আবেদন করবে।
আরব আমিরাতের ভিসা পেতে কী কী কাগজপত্র লাগবে?
- পাসপোর্টের একটি কপি
- আমিরাতে আসার কারণ উল্লেখ করে নির্দিষ্ট হাসপাতালের চিঠি
- আর্থিক স্বচ্ছলতার প্রমাণপত্র
সূত্র: খালিজ টাইমস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post