সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন ৪১৫ জন বাংলাদেশি। সোমবার (২৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হয়। গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, ওমান এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
এদিকে আগামী ৩ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, বিজি ৪১৪৭ ফ্লাইটটি ৩ জুলাই সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়ে দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় অবতরণ করবে। ১৫৫ আসনের এই উড়োজাহাজে ১০টি বিজনেস ক্লাস ও ১৪৫টি ইকোনমি ক্লাস রয়েছে। একমুখী যাত্রায় ইকোনমি ক্লাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৫৮০ ও বিজনেস ক্লাসে ৬৮ হাজার ৮৪০ টাকা।
আরও পড়ুনঃ ওমানে কমছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
ভ্রমণের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে। এর আগে, সংযুক্ত আরব আমিরাতে একাধিক চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা।
আরও দেখুনঃ ওমান থেকে বাংলাদেশের ফ্লাইটের ব্যাপারে যা বললেন রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post