ঈদের দিন এক প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগ এনেছে প্রবাসী ৪ ভাই। তারা হলেন চট্টগ্রামের রাউজান থানার গহীরা ইউনিয়নের আব্দুর রশিদ আব্দুল হালিম আব্দুল হাকিম আব্দুল হামিদ। বর্তমানে ৪ভাই দুবাইতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।
শনিবার (২৯ এপ্রিল) স্থানীয় এমপি ও পুলিশ প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে দুবাইতে সংবাদ সম্মেলনে তারা। এসময় তারা বলেন, নিজ এলাকার কিছু প্রভাবশালী এবং সন্ত্রাসী গোষ্ঠীর অত্যাচারে ও প্রাণনাশের হুমকি থাকায় তারা এলাকায়ও যেতে পারছেন না।
ঈদের দিন চিহ্নিত সন্ত্রাসীরা দেশে থাকা দুই ভাই আব্দুল জব্বার ও আব্দুল মামুনের উপর হামলা করে। এ ব্যাপারে রাউজান থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভুক্তভোগীরা জানান, এলাকার আব্দুল মালেকের পুত্ররা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে অত্যাচার করে তাদের এলাকার ছাড়া করার জন্য তৎপর রয়েছে। প্রবাস থেকে তারা কেউ বাড়িতে আসলেই সন্ত্রাসী ভাড়া করে প্রাণে মারার চেষ্টা করা হয়।
এই ভয়ে তারা চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় অবস্থান করে আবার প্রবাসে ফিরে যায়, তবুও নিজের ভিটেমাটিতে যেতে পারেনা। এসব সন্ত্রাসী ও প্রভাবশালীদের অত্যাচার থেকে নিজেদের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলনে প্রশাসন ও স্থানীয় এমপির কাছে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post