ওমানে রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ করার সময় তিন শ্রমিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নিহত তিন শ্রমিকের মধ্যে দুইজনই বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রবিবার (৩০ এপ্রিল) দেশটির নাখালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, নিহত দুইজনের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। নিহত একজনের নাম ফরিদ এবং অপর জনের নাম মোজাহিদ।
রাস্তা মেরামতের কাজ করার সময় হঠাত উপর থেকে বালু ধ্বসে পরলে বালুর নিচে চাপা পড়েন এই ৩ জন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)। পরে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। বর্তমানে তাদের মরদেহ ওমানের মর্গে রাখা হয়েছে।
এদিকে, গত সপ্তাহের ভারি বর্ষণে পানিতে তলিয়ে যাওয়া আরেক ওমানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। এখন পর্যন্ত বৃষ্টিপাতে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিডিএএ জানিয়েছে, গত ২৯ এপ্রিল সকাল ১১ টার দিকে আইয়ুব বিন আমের নামে ২১ বছর বয়সি এক ওমানি যুবক তার কয়েকজন বন্ধু মিলে একটি পাহাড়ে কিনারায় হাঁটার সময় পা পিছলে পানিতে পরে যায়। এতে পানির তীব্র স্রোতে হারিয়ে যায় ৩ জন। পরে ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দলের অনুসন্ধানে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post