আরো এক ধাপ এগিয়ে গেল জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান। প্রথমবারের মতো বিদেশি পাইলটদের অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭-এ লাইন ট্রেনিং দেয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করল এই প্রতিষ্ঠানটি।
মঙ্গোলিয়ার ১২ জন পাইলটকে প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রথম পর্যায়ে শুক্রবার ( ২৮ এপ্রিল ) তিন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষণার্থী পাইলটরা মঙ্গোলিয়ার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসে কর্মরত।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পাইলটরা ‘লাইন ট্রেনিং’ প্রশিক্ষণ নেবেন। এর মাধ্যমে হাতে-কলমে ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ পাবেন তাঁরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ছয়টি বোয়িং৭৮৭ ড্রিমলাইনার। এ ধরনের উড়োজাহাজ মঙ্গোলিয়ায় নেই। তবে শিগগিরই দেশটির বহরে দুটি বোয়িং-৭৮৯ যুক্ত হবে বলে বিমান সূত্র জানায়।
নিয়ম অনুযায়ী বোয়িং ৭৮৭ বা ৭৮৯ চালানোর আগে হাতে-কলমে এ ধরনের প্রশিক্ষণ নিতে হয়। এ জন্য মঙ্গোলিয়ার পক্ষ থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর দেশটির ১২ পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিমান।
বিমান বাংলাদেশের হয়ে প্রশিক্ষণ দেবেন, এমন পাইলটদের একজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে বলেন, ১২ পাইলট কয়েক ধাপে প্রশিক্ষণ নেবেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনজন এসেছেন।
২৪ এপ্রিল তারা ঢাকায় আসেন। এরপর তিন দিনের ‘গ্রাউন্ড ট্রেনিং’ নেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে আজ ওই তিনজনের একজন ঢাকা-সিলেট-লন্ডন রুটের একটি ফ্লাইটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। ফ্লাইটটি পরিচালনা করছেন ক্যাপ্টেন সাজ্জাদুল হক।
প্রশিক্ষণার্থী তিন পাইলট হলেন, মুনগুনতুলগা ওয়ুনবোল্ড, আমরসানা বাইম্বাসুর ও মুনখোচির গোতভ। অন্য ৯ জনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশ্বব্যাপী প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ড এর কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইন্সসমূহের আস্থা অর্জিত হয়েছে।
বিমানের সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ প্রদান সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইন্সের বিমান প্রদত্ত ট্রেনিং এর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post